খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
বলিউডে টালিউডের নায়িকাদের যাত্রা নতুন নয়। বিভিন্ন দশকে বাংলার সিনেমার নায়িকারা বলিউডে কাজ করে এসেছেন। তবে ইদানিং এ প্রবণতা অনেকটাই কম। বর্তমানে রাইমা সেন, পাওলা দামরা কিছু কাজ করছেন বলিউডে। সে তালিকায় এবার নিজের নাম লিখিয়ে ফেললেন পায়েল সরকার।
টালিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হতে চলেছে গুড্ডু কি গান সিনেমাটির মাধ্যমে।
কমেডি ঘরানার এ সিনেমার পরিচালক শান্তনু রায় চিবার ও শীর্ষক আনন্দ। সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা কুনাল খেমুকে। তার সঙ্গেই বলিউডে ডেবিউ করছেন পায়েল। বলিউডে নিজের যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পায়েল।
পায়েল বলেন, নিজের এই নতুন যাত্রা নিয়ে তিনি এক্সসাইটেড। তার ফ্যানদের কাছে নতুন যাত্রাপথের শুভেচ্ছাও চেয়েছেন তিনি।