খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বাঘা, রাজশাহী
রাজশাহীর বাঘা থানার পুলিশ গোপন সংবাদে ১৫০ সিসি এ্যাপাসি সাদা রঙেÍর মোটরসাইকেল উদ্ধার করেছে। থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর বাজার এলাকা থেকে শুক্রবার রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই মিজান জানান, ভারত থেকে নিয়ে আসা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে। পরে ওই যুবকের নাম রাজিব বলে জানা গেছে। সে নারায়নপুর এলাকার দুলুর ছেলে। নেমপে¬øটে পাবনা-ল-১১-০৩৭ লেখা থাকলেও বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৭৬। চোরাই গাড়ি বিক্রির সিন্ডিকেট চক্র ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। যোগাযোগ করলে রাজিব জানায়, তার এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে এসেছিল।