খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
গাজীপুরের কালিয়াকৈর ও সদর উপজেলার ভবানিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
কালিয়াকৈর উপজেলার হিজলতলী ও সদর উপজেলার ভবানিপুর এলাকায় মঙ্গলবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় সকাল সোয়া ৬টার দিকে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। লাশ এবং আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
সদর উপজেলার মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুর রহমান জানান, সকাল ৭টার দিকে ভবানিপুর এলাকায় মিনিবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে মিনিবাস উল্টে বাসের হেলপার নিহত হয়েছেন।