Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
37বলিউডের সিনেমায় অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরী মনি। বলিউডের প্রখ্যাত নির্মাতা মুকেশ ভাট পরী মনিকে আমন্ত্রণ জানিয়েছেন। এমন একটি আলোচনা ছড়িয়েছে ঢাকার সিনেমায় পাড়ায়। সোমবার সন্ধ্যায় মুকেশ ভাটের সঙ্গে পরী মনির সাক্ষাৎ হয়েছে ঠিকই, কিন্তু বলিউডের সিনেমায় অভিনয়ের কোনো আলোচনায় হয়নি বলে জানালেন পরী মনি। বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন বলিউডের নির্মাতা-প্রযোজক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। তাদের আগমন উপলক্ষে ঢাকা ক্লাবে মন্ত্রণালয় এক ঘরোয়া আড্ডার আয়োজন করে। সেখানে আমন্ত্রণ পেয়ে হাজিরা দেন পরী মনি। এ সময় মুকেশ ভাটের সঙ্গে কথা হয়েছে। এর পর ছড়িয়ে পড়ে গুজব। ‘আরো ভালোবাসবো তোমায়’ অভিনেত্রী পরী মনি এ প্রসঙ্গে বলেন, ‘তথ্যমন্ত্রণালয় থেকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি সেখানে গিয়েছিলাম। বাংলাদেশের অনেক তারকারা ছিলেন। এ সময় তাদের বলিউডের নির্মাতা-প্রযোজকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে বলিউডের সিনেমায় অভিনয় করার ব্যপারে কোনো আলোচনা হয়নি।