খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, সেনবাগ, নোয়াখালী : সৃষ্ট বন্যা ও জলাবদ্ধাতা নিরসনে নোয়াখালীর সেনবাগের বদুগাজী ও শেখছুফি খাল খননের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সেনবাগ উপজেলা কৃষকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন। গতকাল রোবরাব সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী সেনবাগ থানা মোড়ে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্থানীয় কৃষক মোহাম্মদ সাহাব উল্লা সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত মানববন্ধ কর্মসূচীতের বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতন,সেনবাগ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মঞ্জুর মোরশেদ আলম,কৃষক মোহাম্মদ সাহাব উল্লাহ প্রমুখ।এসময় মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে যোগদেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল,সহ-সভাপতি আক্তার হোসেন,জাতীয় পার্টির সাবেক সভাপতি এম তালেবুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাদের দাবী সেনবাগর বদুগাজী খাল ও শেখছুফি খাল দীর্ঘদিন ধরে খনন না করায় ফেনী নদী থেকে জোয়ারের পানির সঙ্গে পলি ডুকে খাল গুলো ভরাট হয়ে গেছে। এছাড়াও খালের ওপর বিভিন্নস্থানে অবৈধ বাঁধ ও স্থাপনা তৈয়ার করায় পানি নিস্কাশন অনেকটা বন্ধ হয়ে গেছে। এতে করে সম্প্রতি সময়ে বন্যা ও বৃষ্টির পানিতে জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় এখানকার কৃষকরা আউশ ও আমন আবাদ করতে পারেনী। তাই কৃষকদেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আর্কষন করে অভিলম্বে ওই দুটি খাল খননের জোর দাবী জানান।
কৃষি বিভাগের সুত্রমতে এবছর বন্যায় সেনবাগ উপজেলার ৬হাজার ৬শত ৩০ হেক্টর জমিতে রোপা আমন ও শাক সবজী নষ্ট হয়ে গেছে।