খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, ডোমার, নীলফামারী : এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াছমিন প্রধান অতিথি ছিলেন। এসময় মহিলা নেত্রী সহকারী অধ্যাপিকা ডেইজি নাজনীন মাশরফি, সৈয়দা মোর্শেদা পারভিন, শেওটগাড়ি মহিলা সমিতির সভানেত্রী নাছরিন আক্তার বক্তব্য রাখেন।