Thu. Sep 18th, 2025
Advertisements

16খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : গোপনে পর্নো দেখবেন আর বাইরে সাধুটি সাজবেন, সেই দিন বুঝি ফুরলো। কারন আপনার গোপনে দেখা পর্নের অনলাইন ব্রাউজিং হিস্টোরি জনসম্মুখে প্রকাশ করার ঘোষণা দিয়েছে সফটওয়্যার প্রকৌশলী এবং ব্লগার ব্রেট থমাস। খবর ডেইলি মিরর।
তিনি জানাচ্ছেন, তিনি এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা দিয়ে চলতি বছরের যেকোনও দিন থেকেই এটা করা সম্ভব।
ভাবছেন ব্রাউজিং হিস্টোরি থেকে অনলাইনে পর্নো দেখার তথ্য না হয় পাওয়া গেল কিন্তু আপনার নাম,বয়স আর অবস্থান সম্পর্কে জানবে কিভাবে? তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন। বর্তমানে প্রায় সবাই ই তো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার, লিংকডইন কিংবা গুগল প্লাস ব্যবহার করেন।সেখান থেকেই পাওয়া যাবে আপনার সম্পর্কে সব তথ্য।
তাই সময় থাকতে সাধু সাবধান।