Thu. Sep 18th, 2025
Advertisements

17খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : সোশাল মিডিয়ার ক্ষেত্রে ফেইসবুকের পরিবর্তে ইনস্টাগ্রাম, ট্ইুটার, স্ন্যাপচ্যাট ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মার্কিন কিশোর-কিশোরীরা— সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে মার্কিন কিশোর/কিশোরীদের উপর পরিচালিত পাইপার জেফরে অর্ধবার্ষিক জরিপে এই তথ্যটি উঠে এসেছে।
কিশোর-কিশোরীদের বর্তমান পছন্দের সামাজিক মাধ্যমের তালিকার প্রথম স্থানে রয়েছে ইনস্টাগ্রাম। মার্কিন কিশোর-কিশোরীদের এক তৃতীয়াংশ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
অন্যদিকে জরিপে ২০ শতাংশের সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। আর ১৯ শতাংশের সমর্থনে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে স্ন্যাপচ্যাট। জরিপে শুধু ১৫ শতাংশ জানিয়েছেন, তারা ফেইসবুক ব্যবহার করেন।
সাধারণ দৃষ্টিতে জরিপ ফলাফলে ফেইসবুক পিছিয়ে থাকলেও, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিচার করলে ফেইসবুকই শীর্ষে রয়েছে। কারণ ২০১২ সাল থেকে ইন্সটাগ্রাম ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠান।
দেড় দশক ধরে পাইপার জেফরে ওই জরিপ চালিয়ে আসছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সাম্প্রতিক জরিপে ১৩ থেকে ১৯ বছর বয়সী নয় হাজার চারশ’ কিশোর/কিশোরীর কাছ থেকে সংগৃহীত তথ্যের উপর গবেষণা চালানো হয়েছে। তবে এদের মধ্যে ৫৬ শতাংশ কিশোর ছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।