খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসি বাহিনীর হাতে ইহুদী গণহত্যার দায় স্বীকার করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর এ্যাঙ্গেলা ম্যার্কেল গত বুধবার ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ কথা বলেছেন। খবর বিবিসির। ম্যার্কেল বলেন, ‘আমরা স্পষ্ট করেই জানি যে, নাৎসিরা এ ঘটনার (গণহত্যা) জন্য দায়ী।’ জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ‘গণহত্যার ক্ষেত্রে কেউ হিটলারের (নাৎসি বাহিনীর প্রধান) দায় অস্বীকার করতে পারবে না।’ তবে গত মঙ্গলবার জেরুজালেমে ওয়ার্ল্ড জুয়নিস্ট কংগ্রেসে ভাষণদানকালে নেতানিয়াহু বলেছিলেন, হিটলার ইহুদীদের ইউরোপ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন কিন্তু ফিলিস্তিনী গ্র্যান্ড মুফতি হাজ আমিন আল-হুসাইনী তাদের পুড়িয়ে মারার পরামর্শ দেন। নেতানিয়াহুর এ মন্তব্যের পর পরই এর বিরোধিতা করেছেন ইসরায়েলী ইতিহাসবিদ ও রাজনীতিকরা। তাদের দাবি, হিটলারের নিষ্ঠুরতা আড়াল করতেই নেতানিয়াহু এ মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের গণহত্যা বিষয়ক মেমোরিয়ালের প্রধান ইতিহাসবিদ প্রফেসর দিনা পোরাত বলেছেন, ‘আপনি বলতে পারেন না ওই মুফতি হিটলারকে ইহুদীদের হত্যা বা পোড়ানোর বুদ্ধি দিয়েছিলেন।’ দেশটির বিরোধীদলীয় নেতা আইজাক হেরজগ বলেছেন, ‘গণহত্যা, নাৎসিজম ও এ নিষ্ঠুরতার ক্ষেত্রে হিটলারের দায় লঘুভাবে তুলে ধরতেই প্রধানমন্ত্রী এ মিথ্যাচার চালাচ্ছেন।’ ১৯২০-৩০ দশকে ইহুদীবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন হুসাইনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন তার সঙ্গে হিটলারের যোগাযোগ হয়েছিল বলে ধারণা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান প্রধান এডলফ হিটলারের নেতৃত্বে কয়েক লাখ ইহুদীকে হত্যা করা হয়। ধারণা করা হয়, ১৯৪১ থেকে ৪৫ সময়কালে প্রায় ৬০ লাখ ইহুদীকে হত্যা করে হিটলারের নাৎসি বাহিনী।