Thu. Sep 18th, 2025
Advertisements

22খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: ‘হোসেনী দালানের সামনে শিয়া সম্প্রদায়ের ওপর কারা হামলা চালিয়েছে কিছু দিনের মধ্যে এসব বিষয় খোলাসা করে বলা হবে। কারা এ হামলা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে তা তদন্তে আমরা খুব কাছাকাছি চলে এসেছি।’
শনিবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, বোমা হামলার তদন্তের কাজ আইনশৃঙ্খলা বাহিনী খুব দক্ষভাবে করে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হোসেনি দালান এলাকায় শত বছর ধরে শিয়া-সুন্নি সম্প্রদায় শান্তিতে বসবাস করে আসছে। সরকারকে বিব্রত করতেই এই বোমা হামলা ঘটনা হয়েছে।
বোমা হামলার ঘটনায় আইএসের দায় স্বীকার নিয়ে ‘সাইট ইন্টেলিজেন্স গ্র“প’ এর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইট ইন্টেলিজেন্স গ্র“প’ কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না। আইএসের আসল ওয়েব সাইটে এ ধরনের কিছু বলা হয়নি। দেশকে অস্থিতিশীল করতেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট উপš’াপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান।