খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
কামরুল হাসান, ঠাকুরগাঁও : শান্তিপুর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে শুরু হলো স্কুল পর্যায়ের দ্বিতীয় ধাপের পরীক্ষা জেএসসি-জেডিসি। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
পুরো ৩ ঘন্টা অতিবাহিত হয় বিদ্যালয়ের ভিতরে থাকা পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ের মধ্য দিয়ে। অপরদিকে বিদ্যালয়ের বাহিরে অপেক্ষমান অভিভাবকদের সময় কাটে সন্তানের মঙ্গল কামনায়।
ঠাকুরগাঁও জেলায় এবার মোট জেএসসি-জেডিসি পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৯৬৩ জন।
পরীক্ষ ভালোভাবে ও শান্তিপুর্ণ পরিবেশে দিতে পেরে খুশি পরীক্ষার্থী ও অভিবাবকরা।
পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।