Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ০১ নভেম্বর ২০১৫
Baliadangi Vobonকামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শনিবার সকাল ১০টায় রায়মহল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়মহল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর পঞ্চগড় জোন মেনহাজুল হক, এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সভাপতিত্ব করেন রায়মহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান, পাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, পাড়িয়া ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধনতলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সহিদুর রহমান, পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন রায়মহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদুর রহমান বাদশা, অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়মহল উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জাহিরুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন রায়মহল উচ্চ বিদ্যালয়টি কলেজজেট করে একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত করার প্রতিশ্রুতি করে বলেন রায়মহল থেকে কান্তিভিটা সীমান্ত পর্যন্ত কাচা রাস্তাাটি পাকা করনীয় করবেন ৬ মাসের মধ্যে আলোচনা সভায় সকলের উপস্থিতিতে প্রতিশ্রুতি দেন। আরও বলেন আগামীতে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের উন্নয়নের কাজ করার সুযোগ প্রদান করবেন। বক্তব্যে শেষে নবনির্মিত এক তলা ভবন শুভ উদ্বোধন করেন।