Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: মাত্র ২০১ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। এরপরও অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছে বিরাট কোহলির দল। দিন শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১২৫ রান তুলেছে তারা। ফলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে শুক্রবার ভারতের লিড দাঁড়িয়েছে ১৪২ রানের।
আগের দিন ২ উইকেট হারিয়ে ২৮ রান নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে ভারতীয় স্পিনারদের বিশেষ করে রবীচন্দ্রন অশ্বিনের তোপের মুখে পড়তে হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দলকে। শেষ অব্দি ৬৮ ওভার ব্যাটিং করে মাত্র ১৮৪ রান তুলে গুটিয়ে গিয়েছে সফরকারীদের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান এসেছে অধিনায়ক ভিলিয়ার্সের ব্যাট থেকে।
ভারতের পক্ষে অশ্বিন ৫টি, রবীন্দ্র জাদেজা ৩টি এবং অমিত মিশ্র ২টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই ওপেনার শেখর ধাওয়ানের উইকেট হারিয়েছে ভারত। ওপেনার মুরলি বিজয় ও ওয়ান ডাউনে নামা চেতশ্বর পূজারা বিপদ সামলেছেন। দলীয় ৯৫ রানে আউট হয়েছেন বিজয়; ব্যক্তিগত ৪৭ রানে। তবে ৬৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন পূজারা। তার সঙ্গী অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ১১ রানে।