Thu. Sep 18th, 2025
Advertisements

85খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ পর্যন্ত সবচেয়ে সফল ও দীর্ঘস্থায়ী ওপেনার। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ফিফটি তুলে নিয়েই এগিয়ে দিয়েছিলেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ২ সেঞ্চুরি ও ১ অর্ধ শতকে যা করেছেন তা, রীতিমত অবিস্মরণীয়। খবর নয়াদিগন্ত।
এদেশের ক্রিকেটে খান পরিবারের অবদানও অনেক। চাচা আকরাম খানের হাত ধরেই আইসিসি ট্রফি জয়ের পরই বিশ্বকাপের দ্বার খুলে বাংলাদেশের। এরপর বর্তমানে তো রীতিমত রূপকথার মতোই এগিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট।
বর্তমান ক্রিকেট অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া বাংলাদেশের সেরা পারফরমারদের একজন তামিম ইকবাল। মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলা তামিম ব্যক্তিজীবনে দারুণ সুখী মানুষ। স্ত্রী আয়েশা সিদ্দীকাকে নিয়ে বেশ ভালোই আছেন তারা।
তবে অযাযিত একটি ভয়ে মাঠে এসে স্বামীর খেলা দেখা বন্ধ করে দিয়েছেন ড্যাসিং ওপেনারের স্ত্রী। সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গে এক দর্শকের নোরংমির ঘটনার পর পরই এ সিদ্ধান্ত নেন। এ ধরণের কোন পরিস্থিতিতে পড়ার ভয়েই মূলত মাঠে এসে খেলা দেখতে চান না তিনি।
সর্বশেষ বিপিএল খেলার সময় মাঠে এসেছিলেন তামিমের স্ত্রী আয়েশা।