খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খান। বুধবার অবসর নেওয়ার এই ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ইউনিস জানিয়েছেন, পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ওয়ানডে। বুধবার বিকালে এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
টেস্ট নিয়মিত হলেও পাকিস্তানের ওয়ানডে দলে দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন ইউনিস খান। শেষ ম্যাচটি খেলেছেন চলতি বছর ৭ মার্চ, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর সুযোগ পাননি তিনি। শেষ অবধি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইউনিসকে ওয়ানডে দলে ডেকেছেন পাকিস্তানের নির্বাচকরা।
পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে এখন অবধি ২৬৪ ম্যাচ খেলেছেন ইউনিস। ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফসেঞ্চুরিসহ করেছেন ৭,২৪০ রান। যা পাকিস্তানের ইতিহাসে ওয়ানডেতে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় তাকে ষষ্ঠস্থানে রেখেছে।
অবসরের ঘোষণা দিয়ে ইউনিস বলেছেন, ‘পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমি, তিনি আমাকে ১৫টি বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সৌভাগ্য দান করেছেন। ওয়ানডে থেকে বিদায়বেলায় আমার কোনো আক্ষেপ বা অভিযোগ নেই। এই সুদীর্ঘ ক্যারিয়ারে যা কিছু পেয়েছি তাতেই আমি সুখী।’
টেস্টে ক্রিকেটে অনেক বেশি উজ্জ্বল ইউনিস খানের ক্যারিয়ার। ১০৪ ম্যাচে ৩১টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি রয়েছে তার। করেছেন ৯,১১৬ রান। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি নাম লিখিয়েছেন ৯ হাজারী রানের ক্লাবে। সেই তুলনায় ইউনিসের ওয়ানডে ক্যারিয়ার অবশ্য খানিকটা আলোহীনই। টেস্টে তার ব্যাটিং গড় যেখানে ৫৩.৯৪; সেখানে ওয়ানডেতে গড় ৩১.৩৪। তবে পাকিস্তানের জন্য বরাবরই বাড়তি ভরসা হয়ে থেকেছে ইউনিসের ব্যাট।
ওয়ানডে ক্রিকেটে ৩টি উইকেটও শিকার করেছেন তিনি।