Thu. Sep 18th, 2025
Advertisements

62খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অস্ট্রেলিয়া দল।
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় ২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
ম্যাচের জন্য স্টেডিয়াম এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও নিরাপত্তা কর্মকর্তারা।
১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সোমবার আসার সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুরে অনুশীলন করে খেলোয়াড়রা।
ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮০তম) চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া (৬০তম)। বাছাই পর্বে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অতিথিরা।
বাছাইয়ে আগের খেলা পাঁচ ম্যাচে চার জয় ও একটি হার অস্ট্রেলিয়ার। ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা জর্ডানের কাছে কেবল হেরেছিল তারা।
বাংলাদেশ এখনও জয়ের স্বাদ পায়নি। পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র থেকে একমাত্র পয়েন্টটি পেয়েছে মামুনুলরা।