খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করতে ফ্রান্স প্রতিশ্র“তিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ-অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।
ওলাঁদ বলেছেন, প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে একটি বিল তুলবেন তিনি। এ ছাড়া সংবিধান সংশোধনেরও ইঙ্গিত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
প্যারিসের ছয়টি স্থানে আইএসের ওই সন্ত্রাসী হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়। ভয়াবহ ওই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্সের সামরিক তৎপরতা জোরদার করা হবে বলে জানিয়েছেন ওলাঁদ।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আইএস দমনের উপায় নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।