Thu. Sep 18th, 2025
Advertisements

29খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: ১৩ নভেম্বর প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন মার্কিন অভিনেতা জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ। আক্রান্ত এলাকাগুলোর একটিতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি।
ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মিরর বলছে, ফ্রান্সের রাজধানীতে যখন বেশ কয়েকটি এলাকায় বন্দুক এবং আত্মঘাতী বোমা হামলা চালানো হয় তার কিছুক্ষণ আগেই বন্ধূর বাড়ি থেকে বেরিয়ে যান ডেপের ১৬ বছর বয়সী মেয়ে লিলি-রোজ। পরে ইন্সটাগ্রামে একটি পার্টিতে যাওয়ার আগে তোলা একটি সেলফি পোস্ট করে লিলি জানান, “বাড়িতে নিরাপদে আছি”।
তবে লিলির বন্ধুরা সে সময় বাড়ির দরজা বন্ধ করে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছিল।
ইন্সটাগ্রামে লিলি লেখেন, “আমি পার্টি থেকে বের হয়ে আসার কিছুক্ষণ পরেই হামলা হয়, আমার বন্ধুরা বাড়ির দরজা আটকে অপেক্ষা করছে সবকিছু শান্ত হবার জন্য।”
তিনি আরও লেখেন, “আমার ভাগ্য খুব ভালো যে আমি ঠিকমতো বাড়ি ফিরতে পেরেছি। কিন্তু বাড়ি ফেরার পথে রাস্তায় আমি যে আতঙ্ক দেখেছি, আগে কখনো দেখিনি। এই ধরণের বর্বরতা হৃদয়বিদারক। বিপদের আশেপাশে যারা আছেন তাদের প্রত্যেকের জন্য ভালোবাসা এবং শুভকামনা।
লিলি তার মা, ফরাসি অভিনেত্রী ভেনেসা প্যারাদিসের সঙ্গে এখন প্যারিসে আছেন।