বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : পথচারীদের কাছে কান্নাটা শুনতে বিড়ালের ডাকের মত লাগছিল। আসলে কবরের ভেতর কাঁদছিল এক জীবন্ত শিশু। লস অ্যাঞ্জেলসের ঘটনা। যখন তাকে দুই পথচারী উদ্ধার করল তখন ওই শিশুর হাত-পা ঠাণ্ডা আর গলার আওয়াজ ক্ষীণ। এই দুই পথচারী প্রথমে বিড়ালের ডাক বলে গুরুত্ব দেননি। পরে তাঁর বুঝতে পারেন শিশুর স্বর। তাঁরাই উদ্ধার করেন ওই শিশুকে। একটা পাতলা কম্বলে জড়ানো ছিল ওই শিশুকে। উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
আনুমানিক ৩৬ থেকে ৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির। শিশুর বাবা-মায়ের সন্ধান চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে। অনেক বাবা-মায়ের অনভিপ্রেতভাবে সন্তানের জন্ম হয়। তখন তাঁরা এই কাজ করে থাকেন। যদিও ক্যালিফোর্নিয়ায় নিয়ম রয়েছে যে কারও যদি শিশুকে পালন করার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে তাকে সরকারের হাতে তুলে দেওয়া যায়। গত বছর লস অ্যাঞ্জেলসে নয় শিশুকে এইভাবেই সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *