খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: সিনেমা দেখার রেকর্ড গড়লেন কানাডার এক নাগরিক। টানা ১২১ ঘণ্টা সিনেমা দেখে রেকর্ড গড়েন তিনি। তার নাম সুরেশ জোয়াকিম। না শুয়ে সোজা হয়ে বসে সিনেমা দেখার জন্য গিনেজ বুকে নাম উঠেছে সুরেশ জোয়াকিমের।
তবে তিনিই প্রথম নন। এর আগে ১২০ ঘণ্টা ২৩ মিনিট একটানা বসে সিনেমার দেখার রেকর্ড গড়েছিলেন ভারতের আশিষ শর্মা।
একটানা ৪৮ টি সিনেমা দেখেছিলেন তিনি। তবে সুরেশ সেই রেকর্ড ভেঙে ১২১ ঘণ্টা ১৮ মিনিটের নয়া রেকর্ড গড়েছেন। তিনি জানিয়েছেন, এই রেকর্ড গড়তে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত।