খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, এ পর্যন্ত আমাদের যে অবজার্ভেশন তাতে সরকার দলের সমর্থকেরা ৬০টিরও বেশি কেন্দ্র দখল করে নিয়েছে। ওইসব ভোটকেন্দ্রে ভোটররা ভোট দিতে যেতে পারছে না। এবং যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করা হয়েছে সেখানে প্রশাসনের লোকেরা অসহায় হয়ে পড়েছে।
আজ বুধবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ভোট বর্জন করতে নির্বাচনে আসিনি। বিএনপি কিছুতেই ভোট বর্জন করবে না। শেষ পর্যন্ত মাঠে তাকবে বিএনপি।
সকাল থেকে আপনাদের অজার্ভেশনে ভোট কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, শুরুটা ভালো হয়নি। সকালেই এই অবস্থা এতেই বোঝা যায় পুরো নির্বাচনটা কেমন হবে।
ভোটারদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করা হয়নি সেসব জায়গায় ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমরা আগেই বলেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রাতিনিধিদল ইসিতে থাকবে কিন্তু সকাল ৮টায় ইসিতে এসে আমরা একমাত্র নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি। এখন পর্যন্ত আর কেউ আসেনি। পরে আমরা তার কক্ষে গিয়ে বসেছি।
আপনারা তার কাছে আপনাদের কোনো অভিযোগের কথা বলেছেন কিনা এবং সে তার কোন ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার কাছে অভিযোগ করলে তিনি শক্তভাবে এবং আন্তরিকতার সাথে তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। ফোন দিয়েছেন কিন্তু কতটুকু ব্যবস্থা নিতে পেরেছেন সেটা বলতে পারছি না।
এর আগে সকাল ৮টার দিকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। অন্য সদস্যরা হলেন- ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।ভ