খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫:
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান খারাপ ফলাফল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ফল প্রকাশের পর্যালোচনা করা হবে।
পর্যালোচনা করে যারা খারাপ ফলাফল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওইসব প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। মোস্তাফিজুর রহমান বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানকেই নয় যেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খারাপ করেছে সেই সব এলাকার শিক্ষা কর্মকর্তাকেও জবাবদিহিতা করতে হবে। তিনি বলেন, সার্বিক বিবেচনায় আমরা ভালো সূচকে আছি। এই ধারা অব্যাহত রাখতে হবে।