Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: আপনাকে কোন অবস্থায় সবচেয়ে সুন্দর লাগে বলে আপনি মনে করেন? প্রশ্নটা করা হয়েছিল মার্কিন আমেরিকান অভিনেত্রী তথা তারকা গায়িকা ডেমি লোভাটোকে। লোভাটো উত্তরে বললেন, ‘’যখন আমি নগ্ন অবস্থায় নিজেকে দেখি তখনই আমার সবচেয়ে সুন্দর লাগে।”
লোভাটো হলেন এমন একজন যার জনপ্রিয়তা মার্কিন মুলুকে আকাশছোঁয়া। মূলত গানের জন্য খ্যাতি পাওয়া ২৩ বছরের এই সেলেব্রিটিকে খোলামোলে পোশাক সবসময় পাওয়া যায় না। তাই ভক্তদের ইচ্ছা লোভাটোকে একটু খোলামেলা পোশাকে দেখার। ভক্তদের সেই মনের ইচ্ছা বুঝতে পেরে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে মেকআপহীন অবস্থায় সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন লোভাটো।
সেই ছবির পর লোভাটোর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল। মাঝেমাঝে মিউজিক কনসার্ট করেন। সেইসব মিউজিক কনসার্টে টিকিটের চাহিদ আকাশছোঁয়া থাকে।