Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পাঁচদিন পর বুধবার বালুর নিচ থেকে উদ্ধার শেষে নিহত ৪ স্কুলের ছাত্রের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে ডাক্তার জানিয়েছেন ৪ জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এর আগে, হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পাঁচদিন পর বুধবার বালুর নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। চার শিশু খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন বাহুবলের সুন্দ্রাটেকি গ্রামের আব্দুল আলী ও জুয়েল। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- সুন্দ্রাটেকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া শুভ (৮), আফদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। এর মধ্যে শুভ, তাজেল মিয়া ও মনির সম্পর্কে আপন চাচাত ভাই।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারররফ হোসেন জানান, সকালে স্থানীয়রা বালুর নিচে শিশুদের লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিলেট পুলিশের ডিআইজি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন।
গত শুক্রবার বিকালে ঐ চার শিশু গ্রামের মাঠে খেলতে যায়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের পাওয়া যায়নি। পরদিন শনিবার শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন।