Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jjjখোলা বাজার২৪,শন্নবার,২০ ফেব্রুয়ারি ২০১৬:দেশের সর্বস্তরে ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে বাংলাদেশ ন্যাপ‘র আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, খুটিবিহীন ঘর যেমন টিকে থাকে না, তেমনই বিকৃত ইতিহাসও টিকে থাকতে পারে না।ইতিহাসে যার যা অবদান তাকে সেই স্বকৃতি দিতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। আজ সেই ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃতি করার ষড়যন্ত্র চলছে।
আজ শনিবার সকালে ডিমলা ভবনে ‘ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা আয়োজিত আলোচনা সভায় উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা জেবেল রহমান গাণি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বক্তব্য রাখেন নীলফরামী জেলা সদস্য ওয়াহেদুর রহমান, উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মোনাজ্জেম হোসেন দুদু, সদস্য ডা: মহিবুল ইসলাম বিপুল, ডা: সত্যেন রায়, যুব ন্যাপ আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব মোঃ নুর আলম, স্বেচ্ছাসেবক ন্যাপ আহ্বায়ক আমিনুর রহমান লাইজু, সদস্য সচিব মোঃ বেলাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেবেল রহমান গাণি বলেছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে পরাধিন করার ষড়যন্ত্র চলছে। চার দিকে দুর্নীতির মরণব্যাধি ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রহীন রাষ্ট্রে এখন এক দলীয় ও এক ব্যাক্তির শাসনের প্রচেষ্টা চলছে। ভাষা শহীদদের স্বপ্ন আজ পদদলীত, লাঞ্চিত, অবহেলিত। ইতিহাসের সকল কৃতিত্ব এক ব্যাক্তিকে দিতে যেয়ে চলছে মিথ্যাচার। তিনি বলেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীকে আজ ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বাদ দেবার চেষ্টা চলছে। যা কখনো সম্ভব নয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ নির্মান কোথাও থেকে মওলানা ভাসানীকে বাদ দেয়া সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বর্তমানে দেশে যে ইতিহাস রচনার চেষ্টা চলছে তা হলো সন্তান জন্মের ভ্রুন সৃষ্টির কথা নাই, নাই পিতা-মাতার কথা। শুধু সন্তান জন্মের পরের কথা দিয়ে ইতিহাস নির্মান চলছে। যা কখনো টিকে থাকতে পারে না। আর বিকৃত ইতিহাস নির্মানের কাজ করছেন এক ধরনের পাঁচাটা বুদ্ধিজীবীরা যারা দলীয় সুবিধাভোগি শ্রেনী। এই শ্রেনী হচ্ছে দেশ-জাতির কলঙ্ক।
সভাপতির বক্তব্যে শাহ আজিজুল ইসলাম বলেছেন, ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মানে সমাজ থেকে দুর্নীতিবাজদের নির্মূল করতে হবে।