খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : ৮৮ তম অস্কার আসরের কারিগরি বিভাগগুলোতে সবচেয়ে বেশি উচ্চারিত হলো যে নামটি সেটি হলো ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। জর্জ মিলারের পোস্ট অ্যাপোক্যালিপ্টিক সিনেমাটি মোট ছয়টি অস্কারই নিজেদের ঝুলিতে ভরেছে কারিগরি উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ।
অস্কার আসরে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এর জয়যাত্রা শুরু সেরা কস্টিউম ডিজাইন বিভাগে জয়ের মাধ্যমে। ‘ম্যাড ম্যাক্স’ – এর ক্ষয়ে যাওয়া জগৎকে আরো ফুটিয়ে তুলেছে সিনেমায় অভিনয়শিল্পীদের পরিধেয় পোশাক আর তারই স্বীকৃতি হিসেবে অস্কার গিয়েছে ডিজাইনার জেনি বেভানের কাছে।
পরবর্তী তিনবার টানা উচ্চারিত হয়েছে তিন দশক পর রূপালি পর্দায় ফেরা এই সিনেমাটির নাম। একে একে পুরস্কার জিতে নিয়েছে প্রযোজনা নকশা, মেইক আপ ও চুলসজ্জা এবং চলচ্চিত্র সম্পাদনা বিভাগে। এছাড়াও সেরা শব্দ শৈলী এবং শব্দ মিশ্রণেও সেরার অস্কার জিতেছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’।
কম্পিউটার জেনারেটেড ইমেজারি এবং গ্রাফিক্সে মোড়ানো শ্বাসরুদ্ধকর এক সিনেমা হলেও অবশ্য ভিজুয়াল ইফেক্ট বিভাগে সিনেমাটি হার মেনেছে সাই-ফাই থ্রিলার ‘এক্স মাকিনা’র কাছে।