Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় মুখ আসিফ আকবর ও আঁখি আলমগীর। দুজনের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। দুজনের মধ্যে আরও একটা মিল আছে। আর সেটা হচ্ছে এ দুই সংগীত তারকাই বেশ স্পষ্টভাষী। বিভিন্ন সময়ে তাদের স্পষ্টবাদী রূপ দেখা গেছে। পাশাপাশি সংগীতাঙ্গনের গুণী মানুষের অসুস্থতা ও অসহায় সময়ে মানসিক ও আর্থিক দিক দিয়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও আসিফ ও আঁখি বরাবরই এগিয়ে থাকেন। তবে এত মিল যাদের মধ্যে, তাদের কাজ করা হয়নি তেমন। নিজেদের দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একটি গানে কণ্ঠ দিয়েছেন একসঙ্গে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে এবার আসিফ ও আঁখি এক হতে যাচ্ছেন। আসিফ আকবরের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পেতে যাচ্ছে আঁখির একক অ্যালবাম ‘প্রজেক্ট আঁখি আলমগীর’।
এরই মধ্যে একটি গানের রেকর্ডিংও করে ফেলেছেন তারা। এখানে আসিফ ও আঁখির বেশ কিছু দ্বৈত গান থাকবে। এদিকে ‘আমরা আসছি’ এমন শিরোনামে আসিফের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আঁখি ফেসবুকে এ প্রজেক্টের আভাষ দিয়েছিলেন দুদিন আগেই। গতকাল আসিফ আকবর বিষয়টির ঘোষণা দেন ফেসবুকে। তিনি মানবজমিনকে এ বিষয়ে বলেন, ইন্ডাস্ট্রিতে কাজ করি অন্তত দেড় যুগ। সফলতা ব্যর্থতার মধ্য দিয়েই ক্যারিয়ার চলছে। গান গাওয়ার বাইরেও অনেক কিছু করতে হয় আমাদের। বিশেষ করে যখন কোন শিল্পী অসুস্থ এবং অসহায় হয়ে পড়েন, তখন আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর। আর আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে ‘ভাত দে’ ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছে ছোটবেলায়ই।
আমি তার কাছে প্রতিদিনই শিখছি এবং অবাক হচ্ছি। একটা মানুষ বিপদে পড়লে কিভাবে তার পাশে দাঁড়াতে হয়, সেটা আঁখি জানে। স্পষ্টভাষী আঁখিকে আমি ‘লিডার’ বলে ডাকি এবং সে এই যোগ্যতা রাখে। তবে ক্যারিয়ারের দীর্ঘসময় একসঙ্গে পথ চললেও আমরা গান গেয়েছি মাত্র একখানা, যেটাও অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়ত লিডারের (আঁখি) অভিমান ছিল, নয়ত আমারই ভুল ছিল। গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আমরা এক সঙ্গে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ টাইটেলে কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটা গান রেকর্ড হয়েছে। গানের নাম ‘বেসামাল মন’।
আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমি অনেক হ্যাপি যে আসিফের সঙ্গে কাজ শুরু করেছি দীর্ঘদিন পরে। এ প্রজেক্টটি নিয়ে আমি অনেক আশাবাদীও বটে। আসিফ শিল্পী হিসেবে যেমন আমার অনেক প্রিয়, তেমনি মানুষ হিসেবেও। কারণ সাহসী প্রতিবাদী ভাষা সে জানে। এ অ্যালবামে আসিফের সঙ্গে বেশকিছু দ্বৈত গান থাকবে আমার। খুব শিগগিরই শ্রোতারা আমাদের গান শুনতে পারবেন।