খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে তার হলিউডের বিশাল প্রজেক্ট ‘ত্রিপল এক্স’ এর শুটিং এর জন্য লস এঞ্জেলসে অবস্থান করছেন। তিনি তার সম্পূর্ণ সময় এখন হলিউডের এই প্রজেক্টে ব্যয় করছেন।
আজকের সবচেয়ে বড় খবর হল কাল রাতে দীপিকা টেনিস তারকা নোভাক জকোভিচের সাথে ডেটিংয়ে গিয়েছিলেন। কাল রাতে তারা লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। তাদের এই ডিনার ডেট আজ ভারতীয় মাধ্যমে সয়লাব।
দীপিকার বাবা একজন ভারতীয় টেনিস তারকা। সেই সুবাদে দীপিকার ছোটকাল থেকে টেনিসের প্রতি ভাল লাগা ছিল। তাই টেনিসের বর্তমান সময়ের বড় তারকার সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেন নি তিনি।
দিপিকা-রণবীর সিং একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা নতুন করে জানার কিছু নেই। ভ্যালেন্টাইনস ডে এর সময় দীপিকার সাথে সুদূর লস এঞ্জেলসে চলে যায় রণবীর। কিন্তু এখন দীপিকার সাথে এই নতুন সঙ্গী দেখে রণবীরের জবাব কি হয় তা এখন দেখার পালা।