খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : দিন কি আর খুব বেশি দূরে নেই? যেদিন মেশিন-রোবট মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করবে? কারণ, সিনেমার পর্দার ‘টার্মিনেটর’-এর মতো বাস্তবেও এবার মেশিনের হাতে মানুষের বুদ্ধিমত্তার হার শুরু হয়ে গেল!
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলে। যেখানে গুগলের ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ বা ‘এআই’ প্রোগ্রাম ‘আলফা গো’ গো-হারান হারিয়ে দিল কিংবদন্তি খেলোয়ার লি সে দল-কে। চাইনিজ বোর্ডের খেলায় মানুষের বুদ্ধিমত্তাকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিল গুগলের ‘আইই’। সিওলে গত ৮ মার্চ থেকে শুরু হয়েছে ‘গুগল ডিপমাইন্ড চ্যালেঞ্জ ম্যাচ’। ১৫ মার্চ এই টুর্নামেন্ট শেষ হবে।
‘গো’ আদতে চাইনিজ চেকারের একটি জটিল সংস্করণ। বিশ্বজুড়ে ৪০ মিলিয়নেরও বেশি মানুষ এই খেলায় মেতে থাকেন। লি সে দল একজন পেশাদার গো-খেলোয়ার। ২০১৬ সালের সেরার তালিকায় লি চ্যাং-এর পরেই তাঁর নাম রয়েছে। এই খেলায় অংশ নেওয়ার আগে তিনি আশা প্রকাশ করেছিলেন, “আমি শুনেছি গুগলের ‘এআই’ নাকি প্রতিদিন আরও উন্নতি করছে? আমি নিশ্চিত এবার আমিই জিতব। ” কিন্তু না! সেই স্বপ্ন পূরণ হল না লি সে দল-এর।