Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।সূচক বাড়ার পাশাপাশি এদিন লেনদেন বেশ বেড়েছে। ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির ১১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৯৯৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৮৩ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৭১৭ টাকা।
যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৫৬ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬.৭২ পয়েন্ট বেড়ে ৪৪৮৪.৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৪৯ পয়েন্ট বেড়ে ১৭২১.০৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.৭৪ বেড়ে ১০৮৫.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯ টির,কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আমান ফীডস, বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বিএসআরএম লিঃ, সিনোবাংলা ইন্ডাঃ, কাশেম ড্রাইসেল ও অরিয়ন ফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপিএইচ ইস্পাত, পদ্মা অয়েল, ইবিএল, ব্যাংক এশিয়া, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, মেঘনা পেট্রোলিয়াম, ফিনিক্স ফাইন্যান্স ১ম মি. ফা. ও গ্লোবাল হেভী। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিনোবাংলা, এসইএমএল, বিডি ল্যাম্পস, কে এন্ড কিউ, সোনালি আঁশ, নরদার্ন জুট, জিলবাংলা সুগার, পদ্মা লাইফ, ন্যাশনাল পলিমার ও কাশেম ড্রাইসেল।