খোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : সালমানের ভালবাসা দেখানো মানেই দামী দামী গিফট। সম্প্রতি এমনই ভালবাসা জুটল ‘হেট স্টোরি ৩’ নায়িকা ডেইজি শাহের কপালে। সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি ডেইজিকে উপহার দিলেন ভাইজান।
বি-টাউনের অনেকের মতো ডেইজির ‘গড ফাদার’ সালমান খান। প্রকাশ্যে নায়িকা বলেছেন, তার পরামর্শেই ‘হেট স্টোরি ৩’-এ সাহসী চরিত্রেও অভিনয় করেছেন তিনি। সেই ডেইজিকেই এবার গাড়ি উহার দিলেন সাল্লু। কিন্তু কেন, এই উপহার? এই নিয়েই এখন কানাঘুষো চলছে বলিপাড়ায়। নিন্দুকেরা বলছেন ডেইজির প্রেমে পড়েছেন বডিগার্ড। কারণ প্রেমে পড়ে ‘প্রেম’র গাড়ি উপহার দেয়ার অভ্যাসটা যে পুরনো। যদিও এদিকে শোনা যাচ্ছে রণবীরকে ছেড়ে পুরনো সম্পর্কে ফিরেছেন ক্যাটরিনা। তাই ডেইজ নাকি ক্যাট। কে সালমানের ‘লেডি লাভ’ তার উত্তর দেবে সময়।