খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : প্রকৌশল, নকশা, নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি সহায়তা দিতে কাজ করার কথা জানিয়েছে বেজ টেকনোলজিস। সম্প্রতি রাজধানীর সিক্স সিজনস হোটেলে এক সংবাদ সম্মেলনে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
বেজ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবাইর আহমেদ বলেন, ‘প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে কাজ করছি। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছি। পরামর্শ, প্রকৌশল, নকশা, নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সেবা দেবে বেজ টেকনোলজিস।’ বিজ্ঞপ্তি