Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : শহরের কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বোমা মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় দিনাজপুর শহরের কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক বসার স্থানের টিন সেড থেকে এ বস্তুটি উদ্ধার করে পুলিশ।

বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আলহাজ আব্দুল মান্নান জানান, ভোরে পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে এসে দেখি বিদ্যালয়ের অভিভাবক বসার স্থানের টিনসেডের ভেতরে টেপ দিয়ে মোড়ানে বস্তুটি দেখতে পাই। আমি এটাকে খেলনা মনে করে রুমে নিয়ে যাই। পরে বিদ্যালয়ের কর্মরত রাজমিস্ত্রিরা এলে তাদের দেখাই। তারা এটি বোমা হতে পারে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেয়া হয়।

কোতোয়ালি থানার এসআই বাদল কুমার জানান, আনুমানিক ১০ ইঞ্চি লম্বা এবং এক কেজি ওজনের বস্তুটিতে তার ও ব্যাটারির সংযোগ রয়েছে। কোতোয়ালি থানায় এনে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে পানিতে রেখে দিয়েছি। এ ব্যাপারে বোমা বিশেষজ্ঞ এসে দেখলে বোঝা যাবে এটা আসলে কী। 

কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বোমার মতো দেখতে বস্তুটি উদ্ধার করে থানার নিয়ে বালতির পানিতে রাখা হয়েছে।