Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ডা. আরিফুর রহমান মোল্লাকে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাসা থেকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আরিফুর রহমান মোল্লার আটকের ঘটনা শাসকগোষ্ঠীর চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।
বিবৃতিতে ডা. আরিফুর রহমান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মামলা প্রত্যাহারপূর্বক অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।