খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: আওয়ামী লীগ কখনো আন্দোলনের হুমকিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রবিবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানস্থলে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমু বলেন, বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিবৃতির প্রেক্ষিতে তিনি বলেন, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।