খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: ২০১৫ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গত বারের তুলনায় এবার ২৭ হাজার ৫০০ বেশি শিক্ষার্থী বৃত্তি পেল।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
মোস্তাফিজুর রহমান বলেন, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে। গত বছর প্রাথমিকে বৃত্তি পেয়েছিল ৫৫ হাজার শিক্ষার্থী। এবার ২৭ হাজার ৫০০ বেশি শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী মেধা কোটায় ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত বছর ট্যালেন্টপুলে ২২ হাজার ও সাধারণ বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের আগে প্রতি মাসে ২০০ টাকা করে দেওয়া হতো। এবার থেকে বাড়িয়ে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে।