খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: ঢাকায় সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ আজ বুধবার বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকাল সোয়া তিনটার দিকে এই বৈঠক শুরু হবে।
গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বুধবার তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তার সফরকালে জনশক্তি রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি, সামরিক সহযোগিতাসহ বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন কুয়েতের প্রধানমন্ত্রী।