খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানোর পর গ্রেপ্তারকৃত পাঁচ বাংলাদেশির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মুনসুর আলী আরিফ এ রিমান্ডের আবেদন করেন।
এর আগে সিঙ্গাপুর কর্তৃপক্ষ সেখানে অবস্থানরত আটজন বাংলাদেশিকে আটক করে।
গত জানুয়ারিতে একই ধরনের অভিযোগে ২৭জনকে আটকের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়।