Tue. Sep 16th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের নির্বাচনী এলাকা স্ট্রলসান্ডে তার কার্যালয়ের প্রবেশ পথ থেকে পুলিশ শুকরের একটি কাটা মাথা উদ্ধার করেছে।
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় টাউনটি থেকে শনিবার উদ্ধার করা ওই শুকরের মাথাটিতে মের্কেলের বিরুদ্ধে অপমানজনক কথা লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
কী কথা লেখা ছিল তা জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জার্মান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিস্তারিত কিছু না জানিয়ে বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরুর কথা জানিয়েছে।
উদার অভিবাসন নীতির কারণে সম্প্রতি মের্কেলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। যুদ্ধ ও দারিদ্রের কারণে গত বছর মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি অভিবাসী জার্মানিতে আশ্রয় নিয়েছে। কীভাবে এদের জার্মান জনগোষ্ঠীর সঙ্গে আত্মীকরণ করা হবে তা নিয়ে দেশটিতে উদ্বেগ ছড়িয়ে পড়ছে।
আগামী বছর জার্মানির পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার আইএনএসএ পরিচালিত এক জরিপের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চতুর্থ মেয়াদের জন্য মের্কেলকে চ্যান্সেললের আসনে দেখতে চান না অর্ধেকেরও বেশি জার্মান নাগরিক।