খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: কুষ্টিয়া সদর উপজেলার কবুরহার্ট বাজারে নিজের বহনকরা বোমা বিস্ফোরণে নাইম হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া নাইমের সঙ্গী হাফিজুর রহমান (১৮) আহত হয়েছেন।
উপজেলার কবুরহার্ট বাজারে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাইম হোসেন কবুরহার্ট সর্দার পাড়ার চাম্বার সর্দারের ছেলে। আহত হাফিজ একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাইম ও হাফিজ বোমাবহন করে কবুরহার্ট বাজারে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নাইম হোসেন নিহত হন এবং তার সঙ্গী হাফিজুর রহমান আহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব্বুদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কী কারণে এ বোমা আনা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।