Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ মে থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘বাংলাদেশ বিল্ডকন-২০১৬’ এবং ‘বাংলাদেশ উড-২০১৬’ নামের আবাসন পণ্য ও আসবাবপত্র পণ্য সামগ্রীর বাণিজ্য মেলা।
বাণিজ্য মেলাটি এ খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের জন্য পণ্যসামগ্রী প্রদর্শনী, সভা, কর্পোরেট ইভেন্ট এবং সকলের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসকে ট্রেড, এক্সিভিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার এন্ড ইভেন্টস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। মেলাটির সার্বিক সহযোগিতায় থাকবে ভারতের পিএইচডি চেম্বার।
শুক্রবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনের পরিচালক টিপু সুলতান ভূঞা জানান, প্রদর্শনীটি দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য আবাসন ও আসবাব পণ্যসামগ্রী বিশ্লেষণ ও উন্নয়নে সহায়তা করবে এবং আবাসন ও আসবাব শিল্পকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
মেলায় ১০ টি দেশের ১০০র বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান একই ছাদের নীচে তাদের উদ্ভাবিত পণ্য, আধুনিক প্রযুক্তি, দালানকোঠা ও আসবাব নির্মাণ যন্ত্রপাতি প্রদর্শন করবে।