খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: স্মার্ট ফোনেই বোঝা যাবে ভূমিকম্প। একটি অ্যাপ ইনস্টল করে নিলেই হলো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বার্কলে)–র গবেষকরা তৈরি করেছেন ‘মাইশেক’ নামে একটি অ্যাপ। গুগল প্লে থেকে ডাউনলোড করে যে কেউ ইনস্টল করতে পারবেন অ্যাপটি। ফোন চালালেই অ্যাপও কাজ করতে শুরু করবে।
ভূমিকম্প হলেই সতর্ক করবে অ্যাপটি। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৬০ হাজার ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করেছেন। উত্তর আমেরিকা থেকে নেপাল, নানা শক্তির ভূমিকম্প ধরাও পড়েছে। কয়েকটি প্রযুক্তিগত কাজ শেষ হলেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেয়া যাবে অ্যাপটি।