খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভেন।
গতকাল রোববার সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁর সমর্থন চান স্টেফান লোভেন। ১০ মিনিটের আলাপে তাঁরা কুশলাদি বিনিময় করেন। তাঁরা উভয়ে নিজ নিজ দেশ ভ্রমণে পরস্পরকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২০১৭-১৮ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচনে যাচ্ছে সুইডেন।
ইহসানুল করিম জানান, আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় শরণার্থী ও অভিবাসীবিষয়ক আলোচনায় কো-চেয়ারের দায়িত্ব পালনের ব্যাপারে সম্মত হয়েছেন দুই দেশের সরকারপ্রধানরা।