খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: বলিউড ও হলিউডের অনেক তারকাই এখন নিজের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওতে ভক্তদের সঙ্গে কথা বলেন। প্রযুক্তির ঢেউ এসে পড়েছে ঢালিউডেও। এ দেশের তারকারাও ফেসবুকের মাধ্যমে সরাসরি কথা বলতে শুরু করেছেন ভক্তদের সঙ্গে। দিন দিন বিষয়টি জনপ্রিয় হয়ে উঠছে।
তাই এ প্রজন্মের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও সিদ্ধান্ত নিয়েছেন, তিনিও সরাসরি আলাপে অংশ নেবেন ফেসবুকের মাধ্যমে। আজ বৃহস্পতিবার রাত ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওতে থাকবেন তিনি। তবে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নাকি অনেক আগে থেকেই তিনি নিয়েছিলেন। নানা ব্যস্ততার কারণে সেটা করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে মিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে যাঁরা আমার ফ্যান আছেন, তাঁরা সব সময় মেসেজ করেন, কমেন্ট করেন। কাজের খবর জানতে চান। কিন্তু অনেক সময় তাঁদের সবার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। সামনে ঈদ। এরই মধ্যে অনেকেই ঈদের ছুটি পেয়েছেন। তাই ভাবলাম, এ সময় সবার সঙ্গে আরাম করে সরাসরি কথা বলা যাবে। ‘
নিজের ছবির কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে সরাসরি ভক্তদের সঙ্গে কথা বলবেন বলে জানান মিম।
বর্তমানে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের জন্য শুটিং করছেন মিম। ছবিতে মিমের নায়ক বাপ্পী। ঈদের পর ছবির শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে মিম ও বাপ্পীর।