Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী সপ্তাহে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিরূপাক্ষ পাল বলেন, ‘আমরা প্রথমার্ধের মুদ্রানীতি প্রস্তুত করছি। চলতি মাসের শেষের দিকে এটি ঘোষণা করা হবে।’
‘জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। এবারের মুদ্রানীতির মূল ফোকাস হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন।’
প্রতিবেদনে বলা হয়, আগের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ প্রক্ষেপণ করেছিল।