Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৯ জুলাই)। এ উপলক্ষে দেশব্যাপী রয়েছে নানা আয়োজন। টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে অনুষ্ঠানমালা। পারিবারিকভাবেও স্মরণ করা হবে দেশের বরেণ্য এই গুণী মানুষটিকে।
হুমায়ূন আহমেদ স্মরণে মঙ্গলবার তার প্রিয় নুহাশপল্লীতে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুদের দাওয়াত করা হয়েছে। পরে শিশুদের হুমায়ূন আহমেদের প্রিয় খাবার পরিবেশন করা হবে।
হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের প্রিয় খাবার রান্না করে এতিম শিশুদের খাওয়াব। দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদ তার বাবার জন্য যখন দোয়া মাহফিলের আয়োজন করতেন তখন সব সময় নিজের প্রিয় খাবার এতিমদের নিজ হাতে বেড়ে খাওয়াতেন। এবার আমি এই কাজটি করব।’
মঞ্চে ‘নদ্দিউ নতিম’
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে মঞ্চায়ন হবে তারই উপন্যাস থেকে নাটক ‘নদ্দিউ নতিম’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় নাটকটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’ নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা করেছেন সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন আর্য মেঘদূত।
নাটকের নির্দেশক আসাদুল ইসলাম বলেন, “১৯ জুলাই হুমায়ূন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী। হুমায়ূনের কাজের মধ্য দিয়ে হুমায়ূনকে স্মরণ করতে ওই দিন ম্যাড থেটার নিবেদন করবে নাটক ‘নদ্দিউ নতিম’।”
টিভি পর্দায়
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। এ আয়োজনে থাকছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও হুমায়ুন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ‘বহুমাত্রিক হুমায়ূন’। এটি প্রচার হবে সকাল ১০টা ২ মিনিটে।
এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনে টিউন’-এ থাকবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের গান। রাত ৮টা ১০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জইতরী’। মেহের আফরোজ শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়াসহ আরও অনেকে। রাত ১১টায় প্রচারিত হবে বারী সিদ্দিকীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের রাত’।
এ ছাড়া চ্যানেল আইয়ের পর্দায় বেলা ১১টায় হুমায়ূন আহমেদকে স্মরণ করে প্রচার হবে হুমায়ূন আহমেদের বিশেষ নাটক। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে রাজু আলীমের পরিচালনায় হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান।
হুমায়ূন ভক্তদের দেশব্যাপী আয়োজন
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহন। তাদের আয়োজনের মধ্যে রয়েছে সারাদেশে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ, সেমিনার, রক্তদান কর্মসূচি, হুমায়ূন আহমেদকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ, হুমায়ূন আহমেদের নাটক, সিনেমার প্রদর্শনী।
ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মঙ্গলবার সকাল ৭টায় হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে হিমু, রুপা, মিসির আলী, শুভ্র, বাকের ভাই, মাজেদা খালার রূপে সেজে হুমায়ূন ভক্তরা যাবেন নুহাশপল্লীতে। পথে পথে বিতরণ করা হবে ক্যানসার সচেতনতামূলক লিফলেট। এরপর কবর জিয়ারত ও দোয়া শেষে সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নীরবতা পালন করা হবে। থাকবে শোক বই। নুহাশপল্লীর গেটের সামনে বিনামূল্যে রক্তদান কর্মসূচি থাকবে হুমায়ূন ভক্তদের আয়োজনে।