খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ : নওগাঁর আএাই, রানীনগর, মান্দা ও ধামইরহাট উপজেলার ৩০টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড, মো. আমিনুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ডিডিএলজি মো. আব্দুর রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, রানীনগর উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশীদ, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান ময়েন উদ্দীন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসা সোনিয়া বিনতে তাবিব, মান্দা উপজেলা চেয়ারম্যান সাইফুর রহমান খান, রিটানিং অফিসার ও মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রতিটি ইউনিয়নের সচিব, নারী ও পুরুষ উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রানীনগর উপজেলার ৭টি, আত্রাই উপজেলার ৮টি, মান্দা উপজেলার ১৪টি ও ধামইরহাট উপজেলার ১টি ইউনিয়নে মোট ৩০টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।