খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কথিত প্রেমিক বান্টি সাজদেবের সঙ্গে রাত কাটিয়েছেন সোনাক্ষী।
এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে সোনাক্ষী লিখেছেন, ‘আমি খুব আনন্দিত যে মিরর (যে পত্রিকাটি খবর প্রকাশ করেছিল) সাবস্ক্রাইব করিনি। যেখানে একটি ডিনার পার্টিকে রাত কাটানো বলে উপস্থাপন করা হয়েছে। জানতে ইচ্ছে করে তারা আসলে কী ধূমপান করে?’
এর আগে গত ১৭ জুলাই সংবাদমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে সোনাক্ষী তার কথিত প্রেমিক বান্টির মায়ের জন্মদিন উদযাপন করে এবং সেখানে বান্টির সঙ্গে রাত কাটায়।
বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।
সোনাক্ষী সিনহা এখন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাগুলো হলো-আকিরা, ফোর্স-টু এবং নূর।