খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান (৬৬) আর নেই। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এতে তাৎক্ষণিক রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস রোগে ভুগছিলেন বলে জানা যায়।
এদিকে মাহবুবুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিন্ত্রী দীপংকর তালুকদার, স্থানীয় মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন মহল তাকে এক নজর দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে তার শহরের তবলছড়ির বাসভবনে ছুটে যান। ওই সময় তার বিদেহী আত্মার শান্তির সদগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
জানা যায়, আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা এই নেতা দীর্ঘ বিশ বছরের অধিক সময় ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে রাঙ্গামাটি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯৯ সালে প্রবর্তিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মনোনীত হন। এছাড়া বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।