খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: আলী, নওগাঁ : নিখোঁজ রাবি’র দু শিক্ষার্থী সহ তালিকাভুক্ত ১২জেএমবি সদস্যর হদিশ মিলছেনা নওগাঁয়। জঙ্গী সম্পৃক্ততা মাথায় রেখে নিখোঁজদের অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। এদের মধ্যে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের আরবি সাহিত্য ও ইংরেজী বিভাগের দু’তরুন এবং মেরিন একাডেমিতে কাজ করা এক যুবকের হটাৎ নিখোঁজ হওয়ায় জঙ্গী সম্পৃক্তার বিষয়টি ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। জেলা পুলিশ বলছে নিখোঁজদের তালিকা নিয়ে কাজ করছে তারা।
নওগাঁর মহাদেবপুর সদর উপজেলার ঘোষ পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আব্দুল আওয়াল ওরফে সবুজ রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের ৩য় বর্ষের ছাত্র। আওয়ালের পিতা জানান, সব শেষ গত ১১/০৬/২০১৫ সালে আওয়ালের সাথে কথা হয়। সে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে বাড়ী ফিরছিল। এরই মাঝে তার মোবাইল বন্ধ পাওয়া যায় সে থেকে নিখোঁজ। গত ১৫জুলাই মহাদেবপুর থানায় তার সন্ধান চেয়ে একটি সাধারন ডাইরী করা হয়।
সরজমিনে জানা যায়, আওয়াল স্থানীয় জাহাঙ্গীরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। এর আগে সে হেফজ সম্পুন্ন করে। স্থানীয় বেশ কয়েকটি মসজিদে নামাজ পড়াতো।
ঘোষপাড়া গ্রামের সাবেক মেম্বার রেজাউল করিম ও স্থানীয় বাসিন্দা মাহতাব হোসেন জানান, আওয়াল ভাল ছেলে। কিন্ত গত বেশ কিছূ দিন থেকে নিখোঁজ খবরটি তারা হাল সময়ে জানতে পেরেছেন।
রানীনগর উপজেলার বাসিন্দা রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের ছাত্র আহসান হাবিব ওরফে শুভ । শুভ নিখোজ হয় গত ১৭মে । তার পিতা আফজাল হোসেন নওগাঁ শহরের জনকল্যান পাড়ায় ভাড়া থাকেন। নিখোঁজ মিুর সন্ধান চেয়ে গত ৭জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানায় সাধারন ডাইরী করে তার পিতা আফজাল হোসেন। মিঠু নওগাঁ সরকারী বিশ্ব বিদ্যালয় থেকে ২০০৯ সালে এইচ এসসি পাশ করে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ইংরেজী বিভাগে ভর্তি হয়। দু’ভাই বোনের মধ্যে আহসান হাবিব বড়। ১৭মে পর থেকে আহসান হাবিবের মোবাইলটি বন্ধ হয়। এর পর তার কোন হদিশ পাচ্ছে না তার স্বজনরা।
এদিকে আত্রাই উপজেলার মোহন ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা গত ১৩জুলাই আত্রাই থানায় তার ছেলে মিজানুর রহমান মিঠুর নিখোঁজ হওয়ার সাধারন ডাইরী করে। তিনি তার লিখিত অভিযোগে বলেন, তার ছেলে ঢাকার মগ বাজারের ইউনাইটেড মেরিন একাডেী নামের একটি প্রতিষ্টানে চাকরী করতো। গত ৮মাস ধরে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন আহসান সেখানে আর চাকুরী করে না । তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ।
নিখোঁজ ৩জন সবাই বয়সে তরুন। পরিবারের পক্ষ থেকে এসব যুবকের হটিশ চেয়ে থানায় জিডি করা হয়েছে । স্থানীয়রা বলছেন এদের মধ্যে দু’একজন কঠোর ধর্মনুশীলন ছিল। তাদের চলাচল ছিল সন্দেহ মুলক।
জেলা পুলিশের পক্ষ থেকে ১২জেএমবি সহ ৩ নিখোঁজ তরুনদের জঙ্গী সম্পৃককক্ততার বিষয়টি মাথায় নিয়ে আইন প্রয়োগ কারী সংস্থার কাছে তালিকা প্রেরন করা হয়েছে। ইতোমধ্যে চলমান জঙ্গী বিরোধী অভিযানে নওগাঁয় ২০জন জেএমবি সদস্য কে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলছেন, নিখোঁজদের ১২জেমবি সহ সম্প্রতি নিখোজ ১৪জন কে আলাদা ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তাদের পরিবার পরিজন সহ জঙ্গী সম্পৃক্ততার বিষয়টি গভীর ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।